Poland পোল্যান্ড | ইউরোপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ | Moon Cast

73 Views
Published
Poland পোল্যান্ড | ইউরোপের একটি অন্যতম গুরুত্বপূর্ণ দেশ | Moon Cast

Please Subscribe @MoonCast
Moon Cast FB - https://www.facebook.com/mooncastbd

মধ্য ইউরোপে অবস্থিত অপরূপ সৌন্দর্যমণ্ডিত একটি সুন্দর দেশ। "পোল্যান্ড" - এই শব্দের আভিধানিক অর্থ 'মুক্তভাবে ঘুরে বেড়ানোর, জনগণের দেশ'। দেশটির সাংবিধানিক নাম- রিপাবলিক অফ পোল্যান্ড। আয়তনের দিক দিয়ে পোল্যান্ড ইউরোপের নবম বৃহত্তম দেশ। এই দেশটি ১৬ টি প্রশাসনিক প্রদেশে বিভক্ত। এর রাজধানীর নাম Warsaw (ওয়ারশা), দেশটির সাথে ইউরোপে প্রায় সাতটি দেশের স্থল সীমানা সংযুক্ত। পোল্যান্ডের পূর্ব দিকে রয়েছে ইউক্রেন এবং বেলারস, পশ্চিমে রয়েছে জার্মানি, চেক রিপাবলিক এবং উত্তরে রয়েছে লিথুয়ানিয়া এবং রাশিয়া এবং দক্ষিনে রয়েছে স্লোভাকিয়া। এছাড়াও বাল্টিক সাগরে পোল্যান্ডের সাথে ডেনমার্কের জলসীমান্ত রয়েছে। পোল্যান্ড ২০০৪ সালের ১লা মে তারিখ থেকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশ।

This video including these topics- পোল্যান্ড, পোল্যান্ড দেশ, পোল্যান্ড দেশ কেমন, পোল্যান্ড দেশ পরিচিতি, পোল্যান্ড দেশ সম্পর্কে জানতে চাই, পোল্যান্ড দেশ সম্পর্কে, পোল্যান্ড বেতন কত, পোল্যান্ড ওয়ার্ক পারমিট, poland country, poland work permit visa, poland tour, poland travel, poland tourism, amazing places to visit in poland, poland warsaw city, poland capital city,
Category
Poland
Commenting disabled.